নিজস্ব সংবাদদাতা : শনিবার শুরু হচ্ছে ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন। সেই উপলক্ষ্যেই দুদিনের ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের গণমাধ্যম সূত্রে খবর, কিশিদা ৫ বছরের মধ্যে ভারতে ৪২ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করতে চলেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও প্রায় ৩০০ বিলিয়ন ইয়েন ঋণে সম্মত হতে চলেছেন৷ এছাড়াও, কার্বন হ্রাস সংক্রান্ত একটি শক্তি সহযোগিতা নথি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।