New Update
/anm-bengali/media/post_banners/57IdEqX0koRVTcJnaoAj.jpg)
নিজস্ব প্রতিনিধি -কৌতুক অভিনেতা কপিল শর্মা ওড়িশার ভুবনেশ্বরে নন্দিতা দাসের সাথে তার আসন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত।একজন ভক্ত কপিলের এক ছবি শেয়ার করেছেন যেখানে তাকে ফুড ডেলিভারি বয় হিসেবে রাস্তায় বাইকে দেখা যায়। ছবিটি শেয়ার করে কপিলের ভক্ত লিখেছেন, "স্যার আপনাকে আজ আমি লাইভ দেখে ফেলেছি।" সেই টুইটের জবাব দিয়ে কপিল মজা করে লিখেছেন, "কাউকে জানাবে না"(কিসি কো বাতানা মাত)।" কমেডি শো হোস্টের এই ভাইরাল ছবি দেখে আরও অনেকে তাদের মতামত শেয়ার করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us