দল ছাড়ছেন রাজভর? শাহের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন নেতা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দল ছাড়ছেন রাজভর? শাহের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন নেতা





নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি যথেষ্ট ভাইরাল হয়। যেখানে দেখা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করছেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভর। প্রশ্ন উঠতে শুরু করে তাহলে বিজেপিতে যাচ্ছেন রাজভর? যদিও সব জল্পনা উড়িয়ে এবার মুখ খুললেন রাজভর। তিনি জানান, 'এগুলো পুরনো ছবি। কেউ কেউ পুরানো ছবিগুলি পুনরায় পোস্ট করতে পারে এবং তারা যা চায় তা বলতে পারে। খবরগুলো পুরো ভিত্তিহীন। আমি দিল্লি যাইনি বা কারও সঙ্গে দেখাও করিনি। আমি স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত আছি, এসপি-জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য কাজ করছি।'