নিজস্ব সংবাদদাতা : কংগ্রেস রাজ্যসভার সাংসদ এবং দলের প্রাক্তন আসাম সভাপতি রিপুন বোরাকে আসাম থেকে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য মনোনীত করেছে৷ এ প্রসঙ্গে রিপুন বোরা জানিয়েছেন, ''দ্বিতীয় বারের জন্য আমাকে মনোনীত করার জন্য আমি সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত যে আমরা জিতব কারণ আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি। আমাদের আছে ৪৪ এবং জয়ের জন্য, আমাদের প্রয়োজন মাত্র ৪২, তাই আমরা কোন সমস্যা দেখছি না।''