অলিম্পিকের স্বপ্ন শেষ কুস্তিগির সুমিত মালিক-এর

author-image
Harmeet
New Update
অলিম্পিকের স্বপ্ন শেষ কুস্তিগির সুমিত মালিক-এর

​নিজস্ব সংবাদদাতাঃ অলিম্পিকের স্বপ্ন শেষ হয়ে গেল ভারতীয় কুস্তিগীর সুমিত মালিকের। ডোপ টেস্টে ধরা পড়ে ২ বছরের জন্য নির্বাসিত সুমিত মালিক। অলিম্পিকের প্রস্তুতির মাঝে যেই খবরে মুখ পুড়ল ভারতীয় ক্রীড়ার। ‘এ’ স্য়াম্পেল টেস্টের পর ‘বি’ স্যাম্পেেল টেস্টেও পজিটিভ হওয়ায় নির্বাসিত আন্তর্জাতিক কুস্তি সংস্থার পক্ষ থকে ২ বছরের নির্বাসনের শাস্তি দেওয়া হয় সুমিত মালিককে।