নিজস্ব সংবাদদাতাঃ ভারত বরাবরই আফগানিস্তানের পাশে থেকেছে। খারাপ সময়ে বিপুল টাকা সাহায্য করেছে কাবুলকে। তবে আফগানিস্তানের দখল তালিবান-এর হাতে যেতেই সে সবে ইতি পড়েছে। তারপর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। এবার ফের ভারতকে পাশে পেতে চাইছে তালিবান। রাষ্ট্রসঙ্ঘে তালিবানের দূত সুহেল শাহিন জানিয়েছেন, তালিবান মনে করছে দুই দেশের সম্পর্ক অটুট রাখতে কূটনৈতিক উপস্থিতি প্রয়োজন। সম্প্রতি ৫০ হাজার মেট্রিক টন গম পাঠিয়েছে ভারত। কিন্তু আফগানিস্তানের সমস্যা নিয়ে কার্যত চুপ রয়েছে পাকিস্তান। যে পাকিস্তান তালিবানের পাশে দাঁড়িয়েছিল, সেই পাকিস্তান আজ আফগানিস্তানের খাদ্যাভাবে কোনও উদ্যোগই নিচ্ছে না বলে অভিযোগ জানিয়েছে তালিবান।