New Update
/anm-bengali/media/post_banners/qUoG1BD7DdbnZ6wfObfe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মারিউপোল থিয়েটার হামলায় মোট কত জনের মৃত্যু হয়েছে বা এখনও পর্যন্ত কত জন জীবিত আছেন সেই আপডেটই নেই ইউক্রেন সরকারের কাছে। মারিউপোলে থিয়েটারে হামলার পর সেখানে কত জন এখনও পর্যন্ত জীবিত আছে সেই সম্বন্ধে কোনও ধারণা নেই বলে শুক্রবার জানিয়েছেন, দোনেৎস্ক এবং কিয়েভ অঞ্চলের কর্মকর্তারা। উল্লেখ্য, হামলার পর মারিউপোল থিয়েটার থেকে এখনও পর্যন্ত মোট ১২৩ জনকে উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us