New Update
/anm-bengali/media/post_banners/DwcWgbqMwWv2Yrj0hWdQ.jpg)
নিজস্ব সংবাদদাতা : হোলি উপলক্ষ্যে পুলিশকর্মীদের সঙ্গে দেখা করলেন দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা। মিষ্টি বিতরণ করে সকলকে হোলির শুভেচ্ছা জানান তিনি। বলেন, 'আমরা হোলি এবং শবেবরাতের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা করেছি এবং মিশ্র জনসংখ্যা সহ সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকায় আরও কর্মী মোতায়েন করেছি।'
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us