ইউক্রেনে এখনও আটকে ভারতীয় নাগরিকরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইউক্রেনে এখনও আটকে ভারতীয় নাগরিকরা

নিজস্ব সংবাদদাতাঃ ২২ দিনে পড়ল ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। তবুও ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধের কোনও ইঙ্গিত নেই। গতকাল আন্তর্জাতিক আদালতের তরফে রাশিয়াকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার পরও রুশ বাহিনীর হামলা চলছে। এদিকে ইউক্রেনও যুদ্ধ চালচ্ছে রাশিয়ান সেনাবাহিনীর সামনে। হার মানতে নারাজ তাঁরা। ইউক্রেন-রাশিয়ার এমত পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়েছিলেন বহু নাগরিক। কেন্দ্র সরকার ‘অপারেশন গঙ্গার’ মাধ্য়মে প্রায় সাড়ে ২২ হাজার ভারতীয় নাগরিককে ইতিমধ্যে দেশে ফিরিয়েও এনেছে। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে রয়েছেন ১৫-১০ জন ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে একথা জানানো হয়েছে। তাঁরা এখন উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকারের দিকেই তাকিয়ে রয়েছেন। সরকার তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, ‘অপারেশন গঙ্গার’ অধীনে বিমান যাতায়াত এখনও বন্ধ হয়ে যায়নি। এদিন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “আমরা ইউক্রেনে আটকে থাকা মানুষদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করছি। কিছু লোক এখনও খেরসনে আছে। অপারেশন গঙ্গা শেষ হয়নি এবং যাঁরা ফিরে আসতে চান তাঁদের আমরা সাহায্য করছি।”