প্রযুক্তিগত ত্রুটিতে বন্ধ পোল্যান্ডের সীমান্ত রেল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রযুক্তিগত ত্রুটিতে বন্ধ পোল্যান্ডের সীমান্ত রেল

নিজস্ব সংবাদদাতাঃ রুশ সেনার প্রবল হামলার মধ্যেই বৃহস্পতিবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের বেশ কিছু এলাকায় রেল চলাচল বন্ধ হয়ে গেল। এর ফলে যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তে চলে আসা শরণার্থীরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পোল্যান্ডের পরিকাঠানো বিষয়ক মন্ত্রী আন্দ্রেজ অ্যাডামজিক বলেন, ‘‘রেলওয়ে সিগন্যালিং ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটিক কারণেই এই বিভ্রাট ঘটেছে। অতীতে ভারত, সিঙ্গাপুর এবং সম্ভবত পাকিস্তানেও এমন ঘটতে দেখা গিয়েছে।’’ একটি ফরাসি সংস্থা পোল্যান্ডের রেলওয়ে ব্যবস্থার সিগন্যালিং সংক্রান্ত প্রযুক্তিগত দিকটি দেখভাল করে। বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট সংস্থাটি জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এরই মধ্যে বহু ইউক্রেনীয় শরণার্থী সীমান্তবর্তী এলাকায় আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে।