ঝাড়গ্রামে শপথ গ্রহণ করলেন স্থানীয় কাউন্সিলররা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ঝাড়গ্রামে শপথ গ্রহণ করলেন স্থানীয় কাউন্সিলররা

নিজস্ব সংবাদদাতাঃ  ঝাড়গ্রাম পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে জয়লাভ করে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। ১৮টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে সিপিআই এবং একটি ওয়ার্ডে নির্দল জয়ী হয়েছে। এবার ১৮টি ওয়ার্ডের মধ্যে এক নম্বর ওয়ার্ড সিপিআই জয়ী হয়েছে এবং ১৬ নম্বর ওয়ার্ড নির্দল প্রার্থী নবু গোয়ালা জয়ী হয়েছেন। নবু গোয়ালা বরাবরই তৃণমূল করেন। ঝাড়গ্রাম জেলা কোর কমিটির সদস্য ছিলেন নবু। এবারের পৌর নির্বাচনে নবুকে তৃণমূলের থেকে টিকিট না দেওয়ায় নবু নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সেইমতো নির্দলে দাঁড়িয়ে তিনি চারশোরও বেশি ভোটে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন। এদিন ১৮টি ওয়ার্ডের কাউন্সিলররা শপথ নিয়েছেন। ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান হলেন আট নম্বর ওয়ার্ডের তৃণমূলের জয়ী পার্থী কবিতা ঘোষ। শপথ বাক্য পাঠ করালেন ঝাড়গ্রামের মহকুমাশাসক বাবুলাল মাহাত। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের বন ও ক্রেতা দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, বিনপুরের বিধায়ক তথা ঝাড়গ্রামের জেলা সভাপতি দেবনাথ হাঁসদা সহ একঝাঁক নেতানেত্রীবৃন্দ। শপথ অনুষ্ঠান শেষে পৌরসভার মিটিং হলে বিদায়ী চেয়ারম্যান শিবেন্দ্র বিজয় মল্লদেব নিযুক্ত চেয়ারম্যানের হাতে পৌরসভার দায়িত্ব হস্তান্তর করেন। ঝাড়গ্রাম জেলা সভাপতি দেবনাথ হাঁসদা বলেন, পুরানো চেয়ারম্যান ও বহুদিনের তৃণমূল নেতা শিবেন্দ্র বিজয় মল্লদেবকে মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন যে বোর্ড গঠন হয়েছে তারা ভালো করে মানুষের জন্য কাজ করবে। এদিন পৌরসভার চেয়ারম্যানের চেয়ারে বসেন কবিতা ঘোষ। যেহেতু আগামীকাল দোল উৎসব তাই সবাইকে সবুজ আবির ও মিষ্টি মুখ করান।