New Update
/anm-bengali/media/post_banners/Px0dkGHxLDiLZNxAirfs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সৌগত রায়ের পর ডেরেক ও ব্রায়েন। ফের সাংসদ হিসেবে ভাল পারফরম্যান্সের জন্য এবার বর্ষসেরা সম্মানে ভূষিত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় কর্মসমিতির অন্যতম সদস্য ডেরেক। এই সুখবর তিনি নিজেই টুইটে শেয়ার করেছেন। ধন্যবাদ জানিয়েছেন রাজ্যসভার সংসদের লোকমত কমিটির চেয়ারম্যান শরদ পাওয়ার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে চলতি বছরের ‘সাংসদ রত্ন’ সম্মান দেওয়া হয়েছিল তৃণমূলের সৌগত রায়কে। এরপর ডেরেক ও ব্রায়েনের এই সাফল্যে স্বভাবতই খুশির জোয়ার ঘাসফুল শিবিরে। বৃহস্পতিবার ডেরেক টুইট করে জানান, তাঁকে লোকমত সংসদীয় কমিটির বিচারে ‘বর্ষসেরা সাংসদ’ হিসেবে নির্বাচিত করার জন্য কৃতজ্ঞ। তাঁর এই সাফল্যের নেপথ্যে তৃণমূলের সাধারণ কর্মী, সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us