রাজ্যকে জরিমানা ধার্য আদালতের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাজ্যকে জরিমানা ধার্য আদালতের

নিজস্ব সংবাদদাতাঃ স্বাস্থ্য কেন্দ্র পুনর্গঠন নিয়ে রাজ্যে অনেকদিন ধরেই টালবাহানা চলছিল। গ্রামের মানুষের অসুবিধা হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের কোনও নজর নেই বলেই অভিযোগ গ্রামবাসীদের। সেই মামলাতেই এবার জরিমানা ধার্য করল কলকাতা হাই কোর্ট। ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে রাজ্য সরকারকে। বর্ধমানের জামালপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পুনর্গঠন নিয়েই সেই মামলা হয়েছিল। বৃহস্পতিবারের শুনানিতে সেই মামলায় রাজ্যকে ২৫ হাজার টাকা জরিমানা দিতে বলল আদালত।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার। মামলায় দীর্ঘসূত্রিতার কারণে জরিমানা ধার্য করেছে আদালত। স্বাস্থ্য কেন্দ্র পুনর্গঠনে দেরি হওয়ায় রাজ্যের কাছে তথ্য তলব করেছিল আদালত। সেই তথ্য না দেওয়ায় জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে।