বসিরহাটে এক যুবকের মৃতদেহ উদ্ধার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বসিরহাটে এক যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ  চলতি মাসের ১১ তারিখ নিখোঁজ হন বসিরহাটের বাদুড়িয়া থানার নয়াবস্তিয়া-মিলনী গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামের বছর পঁয়তাল্লিশের মিণ্টু বিশ্বাস ওরফে প্যাণ্ডেল। এবার বাড়ির ছেলেকে বাড়িতে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। পাশাপাশি আত্মীয়দের কাছে খোঁজাখুঁজি করলেও তার খোঁজ পাওয়া যায় না। এরপর বৃহস্পতিবার ভোররাতে আমবাগান থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। সেই সময় স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। তখন তাঁরা খবর দেয় পুলিশে। পুলিশ পরিবারের সদস্যদের মৃতদেহ শনাক্ত করতে পাঠান। তখনই জানতে পারা যায় ওই ব্যক্তি আসলে মিণ্টু। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।