​নিজস্ব সংবাদদাতাঃ পরের পর রুশ হামলায় রাজধানী কিভ ভুতুড়ে শহরের চেহারা নিয়েছে। জারি হয়েছে কার্ফু। এর পাশাপাশি, ইউক্রেনের দাবি, গতকাল মুক্তি পেয়েছেন মেলিটোপোলের মেয়র। এর আগে রুশ সেনারা মেয়রকে অপহরণ করেছে বলে অভিযোগ করে ইউক্রেন। একটি ভিডিও বার্তায় মেলিটোপোলের মেয়রকে জেলেনস্কির সঙ্গে কথা বলতেও দেখা যায়।