New Update
/anm-bengali/media/post_banners/jD51k8ia0SVTuCjG04RW.jpg)
নিজস্ব প্রতিনিধি -অভিনেত্রী গওহর খান একজন উৎসাহী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হিসাবে পরিচিত। তিনি বিভিন্ন বিষয়ে তার মতামত শেয়ার করতে দ্বিধা করেন না।এবার তার মতামত একটি ভুল উপায়ে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।গতকাল,অভিনেত্রী টুইট করেছেন যে লোকেরা যদি এজেন্ডাগুলি চিনতে ব্যর্থ হয় তবে তারা বোবা। গওহর টুইটে লেখেন, "আপনি যদি প্রপাগাণ্ডা না দেখতে পান, আপনার আত্মা অন্ধ, বধির এবং বোবা!" আর সেই নিয়েই ট্রলড হতে থাকেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us