নতুন সরকারে শপথ নিলেন এক গুচ্ছ বিধায়ক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নতুন সরকারে শপথ নিলেন এক গুচ্ছ বিধায়ক


নতুন সরকারে শপথ নিলেন এক গুচ্ছ বিধায়ক বৃহস্পতিবার। এদিন প্রোটেম স্পিকার ডঃ ইন্দ্রবীর সিং নিজ্জর দ্বারা বিধায়করা পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করেন। পাঞ্জাবে প্রথম বারের মতো ক্ষমতায় এল আম আদমি পার্টি প্রধান। ২০২২-এর বিধানসভা ভোটে ১১৭ আসনের মধ্যে ৯২টি আসন জয় করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল।