ভেষজ আবির বানিয়ে তাক লাগালো মেদিনীপুর সদরের প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভেষজ আবির বানিয়ে তাক লাগালো মেদিনীপুর সদরের প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতাঃ ভেষজ আবির বানিয়ে তাক লাগিয়ে দিল পশ্চিম মেদিনীপুর জেলার এক প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা। নিম পাতা, ধনেপাতা, গাঁদা পাতা শুকানোর পর গুঁড়ো করে সবুজ রং, গাঁদা ফুলের পাপড়ি, গাজর থেকে গেরুয়া, বিট, জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে লাল, হলুদ গুঁড়ো করে হলুদ রং তৈরি করে ফেলল। পড়াশোনার পাশাপাশি এভাবে আবির তৈরি করতেন ছাত্র-ছাত্রীদের উৎসাহ আর কৌতূহল ছিল দেখার মতো। নিজেদের হাতে তৈরি এই ভেষজ আবির নিয়ে দোল উৎসবে মাতবে বিদ্যালয়ের পড়ুয়ারা। মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ছুটির পর আবির তৈরিতে ব্যস্ত এখন। বিদ্যালয়ের শিক্ষকদের শিখিয়ে দেওয়া মত ছাত্রছাত্রীরা বাড়িতে বিভিন্ন পাতা, ফুল বেশ কয়েকদিন ধরে শুকিয়ে রাখে। সেগুলি বিদ্যালয়ে এনে গুঁড়ো করে কর্নফ্লাওয়ার ও এরারুট মিশিয়ে আবির তৈরি করে। ছাত্র-ছাত্রীদের মধ্যে অনিকেত মন্ডল, প্রকাশ মাণ্ডি, সুচিত্রা ভূঁইয়ারা খুশি নিজেদের হাতে রং তৈরি করতে পেরে। আরো অন্যান্য রং কিভাবে তৈরি করা যায় তা শিখতে আগ্রহ তুঙ্গে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বলেন, বাজারজাত আবিরের মধ্যে বিভিন্ন কেমিক্যাল মেশানো থাকে। যা চামড়া ও চুলের ক্ষতি করে। তাই ভেষজ উপায়ে আবির তৈরি করা হয়েছে। একদিকে যেমন চামড়া ও চুলের ক্ষতি করবে না অন্যদিকে ছাত্রছাত্রীরা আনন্দিত এই আবির তৈরি করে। তিনি বলেন, আগামী দিনেও এই ধরণের কর্মকাণ্ডে শামিল হবে ছাত্রছাত্রীরা। একদিকে যেমন তারা শিখতে পারবে, তেমনি গাছের প্রতি ভালোবাসাও জন্মাবে।