এ যেন ফের শীতের আমেজ ফিরে পাওয়া

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এ যেন ফের শীতের আমেজ ফিরে পাওয়া


হরি ঘোষ,পাণ্ডবেশ্বরঃ শীত বিদায় নিয়েছে কদিন আগেই। এরই মধ্যে প্রচণ্ড গরমে ভুগছে খনি অঞ্চলবাসী। একে তো কয়লার খনি এলাকায় এমনিতেই থাকে গরম ও প্রচণ্ড দূষণ তার উপর গ্রীষ্মের শুরুতেই যেভাবে গরম পড়ছে, তাতে ইতিমধ্যেই নাজেহাল খনি এলাকার মানুষজন। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ করে শীতের আমেজ! কুয়াশায় মুখ ঢাকল সমগ্র খনি অঞ্চল। একটু হলেও স্বস্তি প্রাতর্ভ্রমণকারীদের। এ যেন ফের শীতের আমেজ ফিরে পাওয়া।