নিজস্ব সংবাদদাতাঃ বুধবার রাতে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠলো গোটা জাপান। একটা নয়, পরপর বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়। সূত্রের খবর, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে সুনামির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন। ভূমিকম্পের পরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, অন্ধকারে ডুবে গিয়েছেন লক্ষাধিক মানুষ।