নাগরিকত্ব ইস্যুতে ফের একবার মুখ খুলল কেন্দ্র

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নাগরিকত্ব ইস্যুতে ফের একবার মুখ খুলল কেন্দ্র

নিজস্ব সংবাদদাতাঃ নাগরিকত্ব ইস্যুতে ফের একবার মুখ খুলল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বুধবার রাজ্যসভায় একটি লিখিত জবাবে জানিয়েছেন যে ২০০৭ সাল থেকে ১৬ জন চিনের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং আরও ১০টি আবেদন এখনও রয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই মঙ্গলবার লোকসভায় জানান, জাতীয় স্তরে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরির ব্যাপারে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। অসম-সহ গোটা দেশের জন্য এনআরসি তৈরির কী অবস্থা, কবে নাগাদ তা সংক্রান্ত কাজ শেষ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংসদ মালা রায়।