ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া ইউক্রেন ইস্যুতে ফের একবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে একাধিক পড়ুয়া ফিরতে বাধ্য হয়েছেন। এর মধ্যে রাজ্যের ৩৯১ জন পড়ুয়া রয়েছে। তাঁরা তাঁদের পড়াশোনা মাঝপথে রেখে ফিরে এসেছেন। অনেক এমবিবিএস পড়ুয়া ফিরে এসেছেন, তাঁদের মেডিকেল কমিশন অনুমতি দিলে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা হতে পারে। এছাড়া অনেক ইঞ্জিনিয়ারিং-এর ছাত্ররাও যাতে পড়াশোনা করতে পারে সে বিষয়ে বিবেচনা করলে ভালো হয়।'