New Update
/anm-bengali/media/post_banners/mlC6bwaOufy4vytA6mOi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কাণ্ডে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, প্রাক্তন সিএজি এবং প্রাক্তন প্রতিরক্ষা সচিব শশী কান্ত শর্মা , আইএএফ-এর বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে সিবিআই সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছে। সূত্রের খবর অনুযায়ী, শশী কান্ত শর্মার বিরুদ্ধে প্রসিকিউশনের অনুমোদন পেয়েছে সিবিআই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us