দেশে মদ্যপান কমাতে রাজ্যসভায় সওয়াল বিজেপি সাংসদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দেশে মদ্যপান কমাতে রাজ্যসভায় সওয়াল বিজেপি সাংসদের


নিজস্ব সংবাদদাতাঃ দেশে বিহার, মিজোরাম, গুজরাত, নাগাল্যান্ড—এই চার রাজ্যে এখনও পর্যন্ত মদ পুরোপুরি নিষিদ্ধ। দেশে মদ্যপান কমানোর উপর নজর দেওয়া দরকার। আর তার জন্য সঠিক নীতি নির্ধারণের প্রয়োজন আছে বলে মনে করেন নাগপুরের বিজেপি সাংসদ বিকাশ মাহাত্মে। বুধবার রাজ্যসভায় তিনি এই বিষয়টি উত্থাপন করেন। মাহত্মে জানান, দেশে মদ্যপান কমানোর জন্য জাতীয় নীতির প্রয়োজন রয়েছে।