নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবাগুলির এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভোরে কেন্দ্রীয় কিয়েভের কাছে একটি ১২ তলা আবাসিক ভবন রাশিয়ার গোলাবর্ষণের শিকার হয়, যার ফলে বেশ কয়েকটি তলায় আগুন ধরে যায়। শেভচেনকিভস্কি জেলার ভবনটি ইউক্রেনীয় রাজধানীর কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। প্রাথমিক তথ্যে জানা গেছে, গোলাগুলিতে ২ জন আহত হয়েছেন। ওই ভবন থেকে উদ্ধারকর্মীরা ৩৭ জনকে সরিয়ে নিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। হামলায় পার্শ্ববর্তী নয়তলা একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।