নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, মঙ্গলবার রাতে ইউক্রেনে মানবিক সহায়তার দুটি সি-১৩০ বিমান পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের রাজধানীর নূর খান বিমানঘাঁটিতে বিমানগুলো ছেড়ে যাওয়ার সময় কুরেশি বলেন, ইসলামাবাদে ইউক্রেনীয় দূতাবাসের অনুরোধে এই সহায়তা পাঠানো হয়েছে। এই সাহায্যের মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, জেনারেটর, সাবান, হাত ধোয়া, ওষুধ এবং টিনজাত খাবার।