New Update
/anm-bengali/media/post_banners/HW5s7xnV0XGicH8QXpzq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব পড়ার ওপর হিজাব নিষিদ্ধ বলে জানিয়ে দিয়েছে কর্নাটক হাইকোর্ট। এদিকে এই রায়ের পর কী পরিস্থিতি রয়েছে রাজ্যের স্কুলগুলিতে তা খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন উদুপ্পির কমিশনার এম কুরমা রাও। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 'সব ক্লাসই ঠিকঠাক চলছে। সবটাই স্বাভাবিক। আমরা জেলার সকল পড়ুয়া, শিক্ষক, অভিভাবক এবং জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করছি। উদুপ্পি একটা শান্তিপূর্ণ জেলা।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us