নিজস্ব সংবাদদাতাঃ আজ অর্থাৎ মঙ্গলবার যুদ্ধের ২০তম দিনে রাজধানী কিয়েভের পাশাপাশি পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের বেশ করেকটি শহরে রুশ হামলার অভিঘাত বেড়েছে। ইউক্রেন সরকার জানিয়েছে, সে দেশের পূর্বপ্রান্তের শহর ডেনিপ্রোর অসামরিক বিমানবন্দরটি মঙ্গলবার রুশ যুদ্ধবিমানের হানায় বিধ্বস্ত হয়েছে।