New Update
/anm-bengali/media/post_banners/dzb14WFsEv6IcPnjhMCl.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ আজারবাইজানে উদযাপিত হচ্ছে আর্থ টিউস ডে। নভরোজ ছুটির আগের শেষ মঙ্গলবার এটি। আজারবাইজানে এটি যে কেবল একটি ছুটির দিন তা নয়, বছরের প্রিয় ও সবচেয়ে পবিত্র দিনও বটে। বিশেষ এই দিনে ট্যুইটারে পোস্ট করা হল মাড আগ্নেয়গিরির ছবি। এক্সপিরিয়ন্স আজারবাইজানের পোস্ট করা একটি ট্যুইটে কাদা আগ্নেয়গিরির ছবি পোস্ট করে, লেখা হয়েছে, 'আজারবাইজানে আজ একটি গুরুত্বপূর্ণ দিন, আজারবাইজানে পৃথিবী সত্যিই সুন্দর এবং কৌতূহল নিয়ে বেঁচে আছে। দর্শনার্থীরা যেসব দর্শনীয় স্থানের সাক্ষী হতে পারেন তার মধ্যে রয়েছে কাদা আগ্নেয়গিরি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us