কেমন আছেন আর্চার?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কেমন আছেন আর্চার?



নিজস্ব সংবাদদাতাঃ সামনের ২৬শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। জোফ্রা আর্চারের চোট আছে জেনেও তাঁকে ৮ কোটি টাকা দিয়ে কিনেছিলেন রিলায়েন্স গ্রুপ। কিন্তু এখন কেমন আছেন তিনি? আর কবে থেকেই বা খেলতে পারবেন তিনি? এই প্রসঙ্গে জোফ্রা নিজে বলেন, “আগামী বছর আমি আইপিএলে খেলতে পারব। তবে যে গতিতে আমরা ভেবেছিলাম তার থেকে দ্রুত সুস্থ হচ্ছি। তার পরেও আগামী মরসুমের আগে খেলতে পারব না। আমি কাউকে আশাহত করতে চাই না। তাই মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের বলে দিতে চাই, এ বছর আমি খেলতে পারব না।”