New Update
/anm-bengali/media/post_banners/S4MGn4ETlyjwEQVS46Ns.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের অশান্ত ছত্তিসগড়। জানা গিয়েছে, মঙ্গলবার দান্তেওয়াড়ায় কাতেকল্যাণ পিএস সীমার অধীনে নকশাল ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের সময় দুই মহিলা নকশাল নিহত হয়েছেন। এ বিষয়ে বস্তারের আইজি পি সুন্দররাজ বলেন, মৃতদের কাছ থেকে দুটি ১২ বোরের রাইফেল এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us