এবার ভাইরাল 'বিটেক চা ওয়ালা'

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবার ভাইরাল 'বিটেক চা ওয়ালা'

বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ বাঁকুড়ার বিটেক চা ওয়ালা। চা 'ওয়ালা' প্রধানমন্ত্রী, এম এ পাস চা ওয়ালার কথা শুনেছেন, কিন্তু বিটেক চা ওয়ালা? আর পাঁচ জন মেধাবী ছাত্রের মতো তিনিও স্বপ্ন দেখেছিলেন বিটেক কোর্স সম্পূর্ণ করে "ইঞ্জিনিয়ারের" পেশা কে অবলম্বন করে কাটবে পেশাদার জীবন। কিন্তু তা আর হল কই? তার বদলে স্বাধীনভাবে জীবন সংগ্রাম চলছে বাঁকুড়ার বিটেক চাওয়ালার। ছোটো বেলা থেকেই সবাই স্বপ্ন দেখে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার, সবাই ছুটে চলে লক্ষ্য পূরণের উদ্দেশ্য। বাঁকুড়ার বছর তিরিশের যুবক নরেন কর্মকারও সেই স্বপ্নকে পূরন করেছিল, একজন বিটেক ইঞ্জিনিয়ার হয়ে। তারপর কলকাতায় একটা চাকরিও জুটেছিল বটে, কিন্তু কোভিড সব কিছুকে যেন লন্ডভন্ড করে দিয়ে গেলো। যে সংস্থায় কাজ করতেন বর্তমান বিটেক চাওয়ালা, সেই সংস্থা তাকে বাইরের রাজ্যে গিয়ে কাজ করার সমন পাঠায়। আর সেই সময় বাড়িতে ঘটে গেছে বড়ো একটা দুর্ঘটনা, কেড়ে নিয়েছে তার প্রিয় দুটো মানুষকে, তাই বাড়ির একমাত্র ভরসা নরেন সিদ্ধান্ত নেয় বাড়িতে থেকেই কিছু করার। খুলে ফেলে নিজের চায়ের দোকান, "বিটেক চাওয়ালা"! শুধু চা নয় সঙ্গে সকালের টিফিন থেকে শুরু করে বিকেলের বাঙালির রস আস্বাদিত সব খাবারই পাওয়া যায় সেখানে। আর দর্গাপূর বাইপাশের এই বিটেক চাওয়ালাকে এখন এক ডাকেই চেনেন সকলে। আর এই দোকান করেই বিটেক চা ওয়ালার চলছে জীবন সংগ্রাম। নিজের স্বচেষ্টায় স্বাধীন ভাবে এই কাজে খুব খুশি নরেন। আগামীদিনে উচ্চশিক্ষার ইচ্ছে থাকলেও জীবন সংগ্রামকে এই ভাবেই চালিয়ে নিয়ে যেতে ইচ্ছা প্রকাশ করেছেন এই বিকেট চা ওয়ালা।