নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজনীতিতে যোগ দেওয়ার আবেদনও করতে চান তিনি। মীনাক্ষী জানান, "আমি চাকরি চাই না। যে যুদ্ধে নেমে ধলু (অনুপম) জীবন হারিয়েছে, সেই যুদ্ধে আমি যাতে পায়ে পা মিলিয়ে চলতে পারি"।