নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বভারতীতে ফের ঘেরাও হয়েছেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও কয়েকজন অধ্যাপক। গতকাল বিকেল চারটে বাংলাদশ ভবনে বৈঠক করতে এসে তাঁরা পড়ুয়াদের ঘেরাওয়ের মুখে পড়েন। আজ সকালেও ঘেরাও চলছে। মাঝরাতে পুলিশ রেজিস্ট্রার ও ও অধ্যাপকদের ঘেরাওমুক্ত করতে এলে পড়ুয়ারা শুয়ে পড়ে প্রতিবাদ জানান। সূত্রের দাবি, পড়ুয়াদের স্লোগান ও বিক্ষোভের মুখে পুলিশ পিছু হটে। যদিও পড়ুয়াদের দাবি, তাঁরা কাউকে ঘেরাও করেননি। গেটের সামনে শুয়ে রয়েছেন। এ বিষয়ে কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন এই নিয়ে ১৬ দিনে পড়ল। গতকাল থেকে ২ পড়ুয়া এই দাবিতে অনশনে বসেছেন।