নিজস্ব সংবাদদাতাঃ আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের যত্রতত্র আছড়ে পড়ছে রুশ গোলা। প্রাণ নিয়ে কোনওমতে পালাচ্ছেন ইউক্রেনীয়রা। এর মাঝেই শান্তির খোঁজে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসেছে ইউক্রেন। এবার দু’পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী ইজরায়েল। রাত অবধি আলোচনার পরও রফাসূত্র অধরা। আলোচনার মাঝে সাময়িক বিরতি নিয়েছেন দু’পক্ষ। মঙ্গলবার ফের আলোচনার টেবিলে ফিরবেন তাঁরা। ইউক্রেনের প্রতিনিধি মিখাইলো পোডোলায়েক সোমবার রাতে টুইটারে লেখেন, "আলোচনার মাঝে বিরতি নেওয়া হয়েছে। শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে নেতৃত্বকে দেশের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কথা বলতে হবে। সেই কাজটাই চলছে।” সূত্রের খবর, আগামিকালের বৈঠকে দু’পক্ষই নিজেদের শর্ত রাখবে। পোডোলায়েক আরও জানিয়েছেন, “কথা বলা জরুরি ছিল। আলোচনা চলছে। তবে বিষয়টা এত সহজ নয়।”