New Update
/anm-bengali/media/post_banners/isQZBb3V0cIwsZjV7aiK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইসিসি মহিলা বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা ছিল। সেখানে প্রথম থেকে ভালোই খেলছিল পাকিস্তান। কিন্তু শেষ মুহূর্তে পর পর উইকেট পড়ে মাত্র ৯ রানের পার্থক্যে জিতে যায় বাংলাদেশ। এই হারের পর পাকিস্তানের অধিনায়িকা বিসমা মারুফ বলেন, “হজম করা সত্যিই কষ্টের। মিডল অর্ডার থেকে কিছু বাজে শট খেলার এমন বাজে হাল করে। আমিন ভালোই খেলছিল কিন্তু দুঃখের বিষয় সে খেলাটা শেষ করেনি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us