New Update
/anm-bengali/media/post_banners/FavO3BPlXlFH1Mz5sXYa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুতে দুই ইনিংসের খেলায় তাঁর ব্যাটের আঘাত সকলেই দেখে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের মধ্যে সবথেকে দ্রুত অর্ধশতরান করেছেন ঋষভ পন্থ। তাই এবারে পন্থের প্রশংসায় বুমরা বলেন, “সবাই এক রকম ভাবে খেলতে পারে না। পন্থের খেলার ধরনটাই ওরকম। পন্থ অন্য রকমের পরিকল্পনা করে খেলতে নামে। নিজের শক্তি অনুযায়ী খেলে। দলে সবাই যে এক ছন্দে খেলতে পারে না সেটা আমরা জানি। যত দিন যাচ্ছে তত অভিজ্ঞ হচ্ছে পন্থ। সাজঘর থেকেই আক্রমণাত্মক পরিকল্পনা করে খেলতে নামে ও। সেটা আমাদের জন্য ভাল।’’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us