নিজস্ব সংবাদদাতাঃ গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেন থেকে ৩ লাখ ২৮ হাজারেরও বেশি শরণার্থী মলদোভায় এসেছেন বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু রবিবার টুইট করে জানিয়েছেন। পোপেস্কু টুইটে বলেন, "প্রায় ১০১ হাজার শরণার্থী সারা দেশে আশ্রয়কেন্দ্র বা ব্যক্তিগত বাড়িতে রয়েছে, যার মধ্যে ৪৮,২৫৪ জন নাবালক রয়েছে,"।