নিজস্ব সংবাদদাতাঃ জীবনে কোনও দিন যে জিনিসের সামনাসামনি হতে হয়নি, প্যারিসে এসে সেটাই সহ্য করতে হল লিয়োনেল মেসিকে। মাঠে বল নিতেই ঘরের মাঠের দর্শকদের থেকে ভেসে এল বিদ্রুপ। শুধু মেসি নন, নেমারের ক্ষেত্রেও একই জিনিস দেখা গেল। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে প্যারিস। দলে এত তারকা ফুটবলার থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে পারেননি সমর্থকরা। তারই প্রতিফলন দেখা গেল রবিবার ফরাসি লিগে বোর্দোর বিরুদ্ধে ম্যাচে।