New Update
/anm-bengali/media/post_banners/08s05G7qkv1eKWFdO6kg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হোলিতে রঙ মেখে ভূত না হলে হোলির মজাই মাটি হয়ে যায় । কিন্তু তারপরেই শুরু হয় সমস্যা। রঙ তুলতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়লেও রঙ ওঠেনা। তবে এবার জেনেনিন রঙ তোলার সহজ ৩ টি উপায়-
১- রঙ খেলার আগে মুখে ভাল করে মেখে নিন নারকেল তেল। তাহলে পরে রঙ তুলতে সুবিধা হবে।
২- রঙ খেলার আগে সানস্ক্রিন লোসন ব্যবহার করুন, তাহলে সহজেই উঠবে রঙ।
৩- ভালো করে ময়দা, দুধ ও মধু মিশিয়ে নিন। রঙ খেলার পর এই মিশ্রণ আধ ঘন্টা মত মুখে লাগিয়ে রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।
এই সহজ উপায় ৩ টি ব্যবহার করে দেখুন, দ্রুত রঙ উঠে যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us