ন্যাড়া পোড়ার পৌরাণিক আখ্যান জানুন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ন্যাড়া পোড়ার পৌরাণিক আখ্যান জানুন

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৮ মার্চ দোলযাত্রা।  দোলযাত্রার আগের দিন হিন্দু ধর্মের বিশেষ রীতি মেনে আমরা সকলেই 'ন্যাড়া পোড়া' করি। এই 'ন্যাড়া পোড়া'র রয়েছে বিশেষ পৌরাণিক আখ্যান। 'ন্যাড়া পোড়া'র আরেক নাম 'হোলিকা দহন'। পুরাণ মতে, হোলিকা ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশিপের বোন। রাক্ষস রাজা হিরণ্যকশিপের ছেলে প্রহ্লাদ ছিল বিষ্ণুর পরম ভক্ত।


 যা রাক্ষস রাজ কখনই পছন্দ করতেন না। তাই তিনি তার বোন হোলিকাকে দিয়ে তার সন্তান প্রহ্লাদকে মারার পরিকল্পনা করেন। হোলিকার কাছে ছিল ব্রহ্মার দেওয়া এক আশীর্বাদী শাল। যা তাকে সবসময় রক্ষা করত। ফলে হোলিকা ঠিক করে সে শাল গায়ে দিয়ে প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে। যারফলে তার কিছু হবেনা কিন্তু প্রহ্লাদের মৃত্যু হবে। কিন্তু হোলিকা যখনই প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেয় তখনই সেই শাল হোলিকার বদলে প্রহ্লাদের শরীরের রক্ষাকবচে পরিণত হয়। ফলে আগুনে পুড়ে মৃত্যু হয় হোলিকার। তারপর থেকেই দোলযাত্রার আগেরদিন মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক হিসাবে 'ন্যাড়া পোড়া' রীতি পালন করা হয়।