New Update
/anm-bengali/media/post_banners/d5VdGygfUf0yt3P4HDTo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল হায়াদ্রাবাদের কাছে জুয়ান ফেরেন্দোর দল প্রথম লেগে ১-৩ গোলে হেরে গিয়েছে। হেরে যাওয়ার পর জুয়ান বলেন, “চোট হওয়ার ফলে কিছু খেলোয়াড় পরিবর্তন করতে বাধ্য হই। পরিকল্পনাও বদলাতে হয়। দুটো গোল আমরা খেয়েছি নিজেদেরই ভুলে। সেই সময় আমরা মনঃসংযোগ হারিয়ে ফেলি। প্রতিপক্ষ সেই সুযোগটাই নেয়। বিশেষ করে যদি হায়দরাবাদের মতো প্রতিপক্ষ হয়।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us