New Update
/anm-bengali/media/post_banners/82EfUfsnH6cNTygnwEcy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার রাতে বিধ্বংসী আগুন লাগে ট্যাংরার এক চামড়ার কারখানায়। এদিকে ১৬ ঘন্টা কাটতে চললেও আগুন এখনও জ্বলছে বলে খবর। দমকল আধিকারিক দেবতনু ঘোষ জানিয়েছেন, সম্পূর্ণ আগুন নেভেনি। দাহ্য বস্তু এবং রাসায়নিক পদার্থ ভর্তি থাকায় গুদামের ভিতরে ঢোকা যাচ্ছে না। শনিবার রাতে বিধ্বংসী আগুন লাগে মেহের আলি লেনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us