New Update
/anm-bengali/media/post_banners/rhKOJT1sRXbSmGt581Ga.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল গোয়ার বুকে মোহনবাগান ও হায়াদ্রাবাদ এফসি মুখোমুখি হয়েছিল। গতকাল ছিল তাঁদের সেমিফাইনালের প্রথম লেগ পর্ব। কৃষ্ণের দয়ায় মোহনবাগান এক গোলের দেখা পেলেও, এদিন পর পর তিনটে গোল হায়াদ্রাবাদের কাছে থেকে খেয়ে যায় মোহনবাগান। তাই দ্বিতীয় লেগ পর্বে মোহনবাগানের দায়িত্ব ও চাপ দুইই বাড়লো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us