New Update
/anm-bengali/media/post_banners/DsTKcggkr8fqQ9a5UE8X.jpg)
নিজস্ব সংবাদাদাতাঃ যে কাজগুলো রাতেরবেলা একেবারেই করা যাবে না দেখে নেব সেই কাজগুলো।
• রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় সুগন্ধী জাতীয় কিছু ব্যবহার করতে নেই। অনেকেই আছেন যাঁরা রাতে সুগন্ধী ব্যবহার করেন। শাস্ত্র অনুসারে রাতে যে কোনও সুগন্ধী অশুভ শক্তিকে আকর্ষণ করে।
• রাতে একেবারে অন্ধকারে ঘুমোতে নেই। খুব সামান্য হলেও একটা ছোট আলো জ্বেলে ঘুমোতে হয়।
• রাতেরবেলা সে রকম স্থানে যাওয়া উচিত নয় যেখানে দু’টি রাস্তার মিলনস্থল। ন’টি বা চারটি রাস্তা একত্রে মিলিত হয়েছে। সে রকম রাস্তায় রাতেরবেলা অনেক অশুভ শক্তি ঘোরাফেরা করে। যা সাধারণ মানুষের ওপর খারাপ প্রভাব বিস্তার করতে পারে।
• রাতেরবেলা মহিলাদের চুল ছেড়ে ঘুমোতে নেই। বলা হয় রাতেরবেলা খোলা চুলের প্রতি অশুভ শক্তি আকর্ষিত হয়। তাই রাতে চুল অবশ্যই বেঁধে ঘুমোতে হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us