New Update
/anm-bengali/media/post_banners/81f9llISYOu1FdYw2xfz.jpg)
নিউজ ডেস্কঃ ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম ঋষিকৃষ্ণপুরম আশ্রমের পরিচালনায় ও সিআরপিএফ ১৮৪ ব্যাটালিয়নের সহযোগিতায় মহিলা ও পুরুষ ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। এই ফুটবল প্রতিযোগিতা হচ্ছে ঝাড়গ্রাম স্টেডিয়ামে। ২দিন ব্যাপী অন্তঃ জেলা ফুটবল প্রতিযোগিতায় ৮টি মহিলা টিম ও ৮টি পুরুষ টিম অংশগ্রহণ করে। এদিন তার শুভ সূচনা হয়। ফুটবলে শট মেরে খেলার শুভ সূচনা করেন সিআরপিএফ ১৮৪ ব্যাটালিয়নের বি.আর মিনা ও ঝাড়গ্রাম ঋষিকৃষ্ণপুরম আশ্রমের মহারাজ উপা বর্তন। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী গোবিন্দ সোমানি। ঝাড়গ্রাম ঋষিকৃষ্ণপুরম আশ্রমের মহারাজ উপা বর্তন জানান, আশ্রমের ২৫বছর পূর্তি উপলক্ষে এই খেলার আয়োজন করা হয়েছে। এই খেলায় সহযোগিতা করেছেন সিআরপিএফ ১৮৪ ব্যাটালিয়ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us