New Update
/anm-bengali/media/post_banners/aZKuXX2vc3VH63RzYdoo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। পর পর ভারতের উইকেট পড়ে যাচ্ছে। অশ্বিনের পর মাঠে নামলেন অক্ষর। অক্ষরের পর মাঠে নেমেছিলেন শামি। এবারে শামিও সাজঘরের দিকে পা বাড়ালেন। প্রবীণের বলে শূন্য রানে মাঠ থেকে বিদায় নিলেন শামি। এই মুহূর্তে ভারতের স্কোর ২৪১ রানে ৯ উইকেট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us