New Update
/anm-bengali/media/post_banners/h8BL1grTiQipSX6dtjUw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুপারহিরো সিনেমার ভক্তদের জন্য সুখবর। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নয়া সুপারহিরো সিনেমা "ব্ল্যাক অ্যাডাম"। ডিসি কমিক্সের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এই সুপার হিরো সিনেমা।
সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে ডোয়াইন জনসনকে। এছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে দেখা যাবে নোয়া সেন্টিনিও, অ্যালডিস হজ, সারা শাহী, কুইন্টেসা সুইন্ডেল, পিয়ার্স ব্রসনানকে। সিনেমাটি আগামী ২৯ জুলাই ২০২২ সালে মুক্তি পাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us