পাঞ্জাবে জিতে নজরে হিমাচল প্রদেশ! সিমলায় রোড শো আপের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পাঞ্জাবে জিতে নজরে হিমাচল প্রদেশ! সিমলায় রোড শো আপের

নিজস্ব সংবাদদাতা : পাঞ্জাবের বিধানসভায় জয় পাওয়ার পর আপের নজরে এবার হিমাচল প্রদেশ। পাঞ্জাবের পাশাপাশি হিমাচল প্রদেশে রাজনীতির জল মাপতে শুরু করেছ আম আদমি পার্টি। চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন হওয়ার কথা হিমাচলে। তারও আগে ভোট কৌশল হিসেবে পরের মাসে সিমলায় অনুষ্ঠিত হতে চলা সিভিক বডি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা রয়েছে আপের। শনিবার আনুষ্ঠানিকভাবে হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ঘোষণা করেছে। এদিন সত্যেন্দ্র নাথ জৈনের নেতৃত্বে সিমলায় রোড করছে আপ। সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ''আসন্ন বিধানসভা নির্বাচনে হিমাচল প্রদেশে সরকার গঠন করবে আপ। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এখানে খারাপ অবস্থায় রয়েছে।'' তিনি দাবি করেছেন যে বিজেপি এবং কংগ্রেস উভয়ের কিছু নেতা আপের সাথে যোগাযোগ করছেন।