আবারও বড়সড় সাফল্য পেল পুলিশ

author-image
Harmeet
New Update
আবারও বড়সড় সাফল্য পেল পুলিশ

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আবারও বড়সড় সাফল্য আলিপুরদুয়ারের জয়গাঁও থানার অ্যান্টি ক্রাইম স্কোয়াডের টিম। জেলায় প্রথম যোগ দিয়েই আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলা নাথ পান্ডে এই অ্যান্টি ক্রাইম স্কোয়াড টিম গঠন করেন। ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে।  প্রসিদ্ধ ব্যবসায়ী রাহুল চৌধুরীর কাছ থেকে তিনজন দুষ্কৃতি কিছু ধারালো ছুরি দেখিয়ে ৯৩ হাজার ৮০০ টাকা ছিনতাই করে। এরপর খবর পেয়ে অ্যান্টি ক্রাইম স্কোয়াডের টিম পাঁচ ঘন্টার মধ্যে দুষ্কৃতিদের ধরে ফেলে। দুষ্কৃতিদের কাছ থেকে পুলিশ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিদের পুলিশ আদালতে উঠানো হলে আদালত ধৃতদের ১৪ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে ।